বগুড়ার শেরপুরে পুলিশ অভিযান চালিয়ে খানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান ওরফে রুবেলকে (৩৭) আটক করেছে। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রোকনুজ্জামান উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানি গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা (জিআর মামলা নং-২৮৩) দায়ের করেন। রোকনুজ্জামান ওই মামলার তদন্তে প্রাপ্ত একজন সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মির্জাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন বলেন, “বিস্ফোরক ও ভাঙচুর মামলার তদন্তে রোকনুজ্জামানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments