Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় আন্দিউড়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. বসু মিয়াকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে উপজেলার হরিশ্যামা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত বসু মিয়া ওই গ্রামের আলফু মিয়ার ছেলে। তিনি আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মোর্শেদ খানের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের অংশ হিসেবে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বসু মিয়া গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর