বিজয়ের মাস ডিসেম্বরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরা। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার (৩.২২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী দেশীয় মুদ্রায় এই আয়ের পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ডটি হলো ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছিল। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল মে মাসের ২৯৭ কোটি ডলার। ডিসেম্বরের এই নতুন অর্জনে আগের সেই ২৯৭ কোটি ডলারের রেকর্ডটি এখন তৃতীয় স্থানে নেমে গেল।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ডিসেম্বর মাসের এই আয় নভেম্বর মাসের (২৮৯ কোটি ডলার) তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। আবার গত বছরের ডিসেম্বরে আসা ২৬৪ কোটি ডলারের তুলনায় এবার ৫৯ কোটি ডলার বেশি রেমিট্যান্স দেশে এসেছে।
ডিসেম্বর মাসে আসা ৩২২ কোটি ৬৬ লাখ ডলারের মধ্যে:
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে: ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার।
বিশেষায়িত ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে: ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে: ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার।
বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে: ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ করা যাচ্ছে। মাসভিত্তিক আয়ের চিত্রটি নিম্নরূপ:
জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার
আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার
সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার
অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার
নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার
ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের অর্থবছরের চেয়ে ২৬.৮ শতাংশ বেশি ছিল। চলতি অর্থবছরের বর্তমান গতিধারা অব্যাহত থাকলে বছর শেষে রেমিট্যান্স আহরণ নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।
মানবকন্ঠ/আরআই




Comments