Image description

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "সবাই চান তাদের সন্তান বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উকিল হবে। কেউ কেউ হয়তো চান বাচ্চা বড় হয়ে উপদেষ্টা হবে। তাতে কোনো অসুবিধা নেই। আমি চাই আপনাদের মনের আশা পূরণ হোক। তবে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বাচ্চারা যেন দেশপ্রেমিক ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে।"

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, "বাচ্চারা স্কুলে লেখাপড়ার পাশাপাশি যেন মানবিক মূল্যবোধ শেখে। আমরা যাতে আমাদের বাচ্চাদের কেবল বইয়ের পড়া না পড়িয়ে সমাজ সম্পর্কে সঠিক শিক্ষা দেই। অভিভাবক হিসেবে আপনারা সামাজিক দায়বদ্ধতার জায়গাটা চিন্তা করবেন এবং সেভাবেই বাচ্চাদের গড়ে তুলবেন।"

যারা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "বাচ্চা কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল হলেই সার্থকতা আসে না, যদি না সে একজন ভালো মানুষ হয়। আমাদের সকলকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।"

বক্তব্য শেষে উপদেষ্টা বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। নতুন বই হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান, পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা, রাফিয়া খান, আসিফুর রহমান খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর