Image description

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গাছের নিচে চাপা পড়ে সহোদর দুই বোন নিহত হয়েছে। মৃত্যু ঘটনাটি ধামাচাপা দিতে লাশ পাতা দিয়ে ঢেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ফায়ার সার্ভিসের লোকজন দিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮ দিকে।

গাইবান্ধার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানায়, ঘটনাস্থল বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর আব্বাসের মোড় এলাকার মধু মিয়া ও জহুরুল মিয়ার বাড়িতে সকাল থেকে গাছ কাটার কাজ চলছিলো। বিকেলে খেলার ছলে পাশের বাড়ির গ্রামের ফরিদ মিয়ার দুই মেয়ে ফিহামনি (১১) ও তার দুই বছর বয়সী বোন জান্নাতি গাছ কাটা দেখতে যায়। এসময় হঠাৎ করে কাটতে থাকা গাছটি দুই মেয়ের উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই মেয়ের মৃত্যু হয়।

মৃত্যু ঘটনাকে ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন ও গাছের মালিক বাড়িওয়ালা মধু মিয়া ও জহুরুল মিয়া তাড়াহুড়ো করে মৃতদেহের উপড়ে পাতা দিয়ে ঢেকে রেখে বাড়িঘর থেকে পালিয়ে যায়।

রাত সাড়ে ৮ টার দিকে নিখোঁজ মেয়ের সন্ধান করতে গেলে দেখতে পায় দুজনের মরদেহ গাছের নিচে চাপা পড়ে আছে । তাদের চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দুই বোনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গাছের নিচে চাপা পড়ে দুই বোনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গাছ কর্তনকারীসহ গাছের মালিক মধু মিয়া ও জহুরুল ইসলামকে পাওয়া যায়নি।