আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবর্তিত আইটি-সাপোর্টেড ‘পোস্টাল ব্যালট’ ব্যবস্থায় ভোট দিতে এ পর্যন্ত ১২ লাখ ১৮ হাজার ৮৯৩ জন নাগরিক নিবন্ধন করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ থেকে এই তথ্য পাওয়া গেছে।
ইসি সূত্রে জানা গেছে, মোট নিবন্ধিতদের মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৭৫৩ জন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদন করেছেন। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে ১০ লাখ ৫২ হাজার ১৩৮ জন পুরুষ এবং ১ লাখ ৬৬ হাজার ৭৫৩ জন নারী।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশি, যারা বর্তমানে আইনি হেফাজতে (কারাগার) রয়েছেন এবং নির্বাচনের দিন দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা এই পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন। আবেদনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফিরতি খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
নিবন্ধনের সময়সীমা সম্পর্কে ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এর আগে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর নির্ধারিত থাকলেও ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে সময়সীমা বাড়ানো হয়েছে।
বর্তমানে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। প্রায় ৫০ লাখ প্রবাসীকে ভোটদান প্রক্রিয়ায় যুক্ত করার বড় লক্ষ্য নিয়ে এই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া চলছে।
মানবকন্ঠ/আরআই




Comments