জুলাই গণঅভ্যুত্থানে যারা নাম-পরিচয়হীনভাবে বিদায় নিয়েছিলেন, তাদের পরিচয় ফিরিয়ে দেওয়ার উদ্যোগে একটি বড় সাফল্য অর্জিত হয়েছে। ডিএনএ পরীক্ষা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নতুন করে ৮ জন অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
শনাক্ত হওয়া শহীদরা হলেন:
১. শহীদ ফয়সাল সরকার
২. শহীদ পারভেজ বেপারী
৩. শহীদ রফিকুল ইসলাম (৫২)
৪. শহীদ মাহিম (২৫)
৫. শহীদ সোহেল রানা
৬. শহীদ আসানুল্লাহ
৭. শহীদ কাবিল হোসেন
৮. শহীদ রফিকুল ইসলাম (২৯)
সরকারের পরিকল্পনা অনুযায়ী, গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতপরিচয় মোট ১১৪ জনের মরদেহ শনাক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের পর সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক নমুনা বিশ্লেষণ করা হয়।
সিআইডি জানিয়েছে, এখন পর্যন্ত শহীদদের পরিবারের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার ভিত্তিতে ৮ জনের পরিচয় সফলভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর এই ৮ শহীদের পরিচয় মেলায় তাদের পরিবারগুলো এখন অন্তত প্রিয়জনের শেষ ঠিকানাটুকু খুঁজে পাওয়ার সুযোগ পেল। ১১৪ জনের বিশাল তালিকায় থাকা বাকি নামগুলো উদ্ধারেও নিবিড়ভাবে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগগুলো।
মানবকণ্ঠ/আরআই




Comments