রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের হত্যায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও থানায় এ মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিজুর রহমান মুছাব্বির বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক মামলায় তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাবাস করেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার পর কাওরান বাজারের সুপারস্টার হোটেলের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদও গুলিবিদ্ধ হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতে সুপারস্টার হোটেলের দ্বিতীয় তলায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাত ৮টা ১০ মিনিটে মাসুদকে নিয়ে বাড়ি ফেরার পথে রাত ৮টা ২০ মিনিটে তেজতুরী বাজারে আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ওঁত পেতে থাকা ৪-৫ জন অজ্ঞাত হামলাকারী তাদের গতিরোধ করে পিস্তল দিয়ে গুলি চালায়।
গুলিতে মুছাব্বিরের ডান হাতের কনুই ও পেটের ডান পাশে আঘাত লাগে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুদের পেটের বাঁ পাশে গুলি লাগে। হামলাকারীরা তাদের মৃত ভেবে গুলি করতে করতে পালিয়ে যায়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গুলিবিদ্ধ মাসুদকে ঢাকা মেডিকেলে নিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।




Comments