বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিশিগানের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘বেগম খালেদা জিয়া স্ট্রিট’ হিসেবে পরিচিত হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এই খবরটি নিশ্চিত করেছে।
হ্যামট্রমিক শহর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শহরের জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি এখন থেকে খালেদা জিয়ার নামে নামাঙ্কিত থাকবে। সম্প্রতি সিটি কাউন্সিলে এই সংক্রান্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, শক্তিশালী নেতৃত্ব এবং দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের প্রতি এক বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। প্রবাসীদের মতে, এটি শুধু একটি সড়কের পরিচয় নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন নেত্রীর সম্মানের বহিঃপ্রকাশ।
যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশি নেতাদের সম্মান জানানোর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার খালেদা জিয়ার নামে নামকরণের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দুই গুরুত্বপূর্ণ অধ্যায় স্থান করে নিল।
এই নামকরণের ঘোষণায় মিশিগানসহ পুরো যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা মনে করছেন, হ্যামট্রমিক সিটির মতো বৈচিত্র্যময় এলাকায় এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও জোরালো করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশিদের রাজনৈতিক সক্ষমতার প্রমাণ দেবে।
মানবকণ্ঠ/আরআই




Comments