প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে বর্তমানে নির্বাচনের জন্য অত্যন্ত অনুকূল ও সুন্দর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে কোনো বিশেষ দলের প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, বর্তমানে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের ঐতিহাসিক শিববাড়ী মন্দির এবং বিভিন্ন মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, "আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা পুরোদমে শুরু হবে। এখন প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। আমরা সব জায়গায় নির্বাচনের আমেজ দেখছি। বড় বা ছোট—সব দলের জন্য সুযোগ সমান। কোনো বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়ার তথ্য সঠিক নয়।"
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, "তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন জাতীয় নেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। সে কারণেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, একে রাজনৈতিক পক্ষপাতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই।"
প্রেস সচিব একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, "আমরা চাই নৃ-গোষ্ঠী, সনাতন, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সামনে দুটি বড় বিষয় রয়েছে—একটি সংসদ নির্বাচন এবং অন্যটি গণভোট। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই, যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা হতে না পারে এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকে।"
ময়মনসিংহের বুড়া পীরের মাজার ও শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শনের সময় তিনি মাজার ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "বাংলাদেশ পীর-আউলিয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিছু মানুষ সংকীর্ণ উদ্দেশ্যে মাজারে আক্রমণ করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এর কঠোর নিন্দা জানাই এবং অপরাধীদের প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করছি।"
তিনি আরও যোগ করেন, বর্তমানে পুলিশের মনোবল বেড়েছে এবং মাজারসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিদর্শনকালে তিনি শিববাড়ী মন্দিরের নারী পরিচালিত দুর্গাপূজার ঐতিহ্যকে অনন্য বলে অভিহিত করেন।
শফিকুল আলম সকলকে একে অপরের বিশ্বাস ও মতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ—সব মিলেই আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ।"
মানবকণ্ঠ/আরআই




Comments