Image description

তিন দিনের ব্যবধানে আবারও টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। এছাড়া আগামী ১০ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারস অধিবেশনের সময়োপযোগী আয়োজনের প্রশংসা করেন দুই নেতা।

এর আগে গত ৪ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফরকালে প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এক সপ্তাহের কম সময়ের মধ্যে শীর্ষ পর্যায়ের এই দুই কূটনীতিকের দ্বিতীয় দফায় ফোনালাপ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই