Image description

বাহরাইনের একটি বাসায় একাধিক পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি আমি দেখেছি। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখা যাক, তদন্তে কী ফল আসে।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বাহরাইনে একটি বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বিএনপি অভিযোগ করে যে, বিদেশে একটি বিশেষ গোষ্ঠী পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে এবং বিতরণ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, ইসি তাদের জানিয়েছে যে বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। বাহরাইনের সরকারের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে অবহিত থাকার কথা জানানো হয়েছে।

পোস্টাল ব্যালট বিতরণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রথমবারের মতো প্রায় ১৫ লাখ প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। এত বড় পরিসরে নতুন ব্যবস্থায় কিছু সমস্যা হওয়াটা অস্বাভাবিক নয়। কেউ যদি এটি অপব্যবহারের চেষ্টা করে, সেটিও অপ্রত্যাশিত নয়। তবে অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ মিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট সরাসরি ভোটারের কাছে পৌঁছে যায় এবং ভোট দেওয়ার পর ডাকযোগে ফেরত পাঠানো হয়। ফলে এই প্রক্রিয়ায় মিশনের সরাসরি ভূমিকা খুব বেশি নয়।

মানবকণ্ঠ/আরআই