Image description

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যারা পরিবর্তন ও সংস্কার চান, তাদের গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে জনগণ কী কী সুবিধা পাবেন, তা সরকার স্পষ্টভাবে জানাচ্ছে। একই সঙ্গে ‘না’ ভোট দিলে কী কী পাওয়া যাবে না, সেটিও বলা হচ্ছে। কেউ যদি ‘না’ ভোটের পক্ষে প্রচার করতে চান, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান পুনর্ব্যক্ত করে বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। “আগেও বলেছি, এখনো বলছি—নির্বাচন হবে। আগামী ১২ ফেব্রুয়ারিতেই হবে, ইনশাআল্লাহ,” বলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যা একটি কূটচালের অংশ।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সচেতন। প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। জনগণ তাদের নেতা নির্ধারণ করতে এবং দেশের ভবিষ্যৎ ঠিক করতে সাধারণ নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়াতেই অংশ নেবে।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, অভিযোগ আসতেই পারে। কেউ যদি মনে করে তার এলাকায় ব্যত্যয় ঘটছে, তাহলে নির্বাচন কমিশনকে জানাবে। নির্বাচন কমিশনের আইনে এসব অভিযোগের প্রতিকার দেওয়ার বিধান রয়েছে বলেই আইনটি করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশের সব ৩০০ আসনে একই ধরনের অভিযোগ নেই। এক-দুইটি জায়গায় এমন ঘটনা ঘটলে নির্বাচন কমিশন তা সমাধান করবে। তবে অভিযোগ জানানো সত্ত্বেও যদি প্রতিকার না মেলে, তখন সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়াবে।

মানবকণ্ঠ/আরআই