Image description

আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আইনিভাবেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে।’

যারা পরিবর্তন ও সংস্কার চায়, তারা ‘হ্যাঁ-ভোটের’ পক্ষে রায় দেবে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তাঁর দাবি, এটি নিয়ে প্রচারণায় সরকারের নিরপেক্ষতা হারাবে না।

নির্বাচন নিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে। নির্বাচন হবে কি না, এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।’