Image description

ঢাকার ধামরাইয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার ঐতিহাসিক ‘বুচাই পাগলার মাজার’-এর সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে অবস্থিত মাজারটি তিনি পরিদর্শন করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের কয়েকদিন পর ১১ আগস্ট একদল দুষ্কৃতকারী ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাজারটি ভাঙচুর করে। সে সময় মাজারের প্রশাসনিক কার্যালয়, ভক্তদের থাকার ঘর ভাঙচুরসহ অতিথিশালার কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়েছিল। পরবর্তীতে মাজার কমিটি ও ভক্তদের সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার মাজারটি পুনরায় সংস্কারের উদ্যোগ নেয়।

পরিদর্শনকালে প্রেস সচিব বলেন, "বাংলাদেশ পীর-আউলিয়া ও অলি-আল্লাহর দেশ। এখানে মাজারে হামলার মতো ঘটনা সত্যিই ন্যাক্কারজনক। কারও যদি মাজার ভালো না লাগে, তবে তিনি আসবেন না; কিন্তু কেন হামলা করবেন? চট্টগ্রামসহ দেশের প্রতিটি গ্রামেই মাজার রয়েছে এবং এ দেশে ইসলাম প্রচারে পীর-আউলিয়াদের অনস্বীকার্য অবদান রয়েছে।" 

তিনি আরও বলেন, সরকার মাজারটির সংস্কার কাজে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং খুব দ্রুতই এর কাজ সম্পন্ন হবে।

মাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর