Image description

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “আবু সাঈদ শহীদ হওয়ার কারণেই বাংলাদেশ মুক্ত হয়েছে। সে কারণেই আজ জুলাই সনদ তৈরি হয়েছে।”

রংপুর জেলা সফরের অংশ হিসেবে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

পরবর্তীতে উপদেষ্টা পীরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন RCIP প্রকল্পের আওতায় সানেরহাট জিসি–রহমতপুর জিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন।

এসময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “জুলাই সনদের জন্য আগামী ১২ তারিখে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট শত বছরে এক-দুইবার হয়।” 

তিনি আরও বলেন, “বাংলাদেশে গত তিনবার মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। এবার যেন মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

রংপুর অঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, “রংপুর কখনো অবহেলিত ছিল না। বাংলাদেশের মুক্তির সংগ্রামে রংপুর সবসময় নেতৃত্ব দিয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর