Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট অবাধ ও সুষ্ঠু করতে যান চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ভোটগ্রহণের দিন সারা দেশে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা অধিশাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার সময়সূচি ও যানবাহনের ধরণ:

ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক: ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) এসব যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতামুক্ত যারা (শিথিলযোগ্য): নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জরুরি পরিষেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এর মধ্যে রয়েছে:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি।
ওষুধ, স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসায় ব্যবহৃত যানবাহন।
বিমানবন্দরগামী যাত্রী বা আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)।
দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন এবং জাতীয় মহাসড়ক ও বন্দর সংশ্লিষ্ট রাস্তা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত একটি গাড়ি।
বিটিআরসি ও টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের যানবাহন।

উল্লেখ্য, স্থানীয় বাস্তবতা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে এই নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে বা বিশেষ ক্ষেত্রে শিথিল করতে পারবেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই