Image description

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যালট বক্স ছিনতাই হলে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যদি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, তবে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে।”

তিনি প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নির্বাচন চলাকালীন নিরপেক্ষ থাকা এবং কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করা বাধ্যতামূলক। দায়িত্ব যথাযথভাবে পালন করাই হবে মূল কাজ।

উপদেষ্টা আরও জানান, শেরপুরে নির্বাচনী সংঘর্ষে প্রাণহানির ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আগেভাগেই নেওয়া হয়েছে।

নির্বাচনের দিন বয়স্ক ও অসুস্থ ভোটারদের সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। সেনাবাহিনীসহ সব নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত হবে।

মানবকণ্ঠ/আরআই