ভূরাজনৈতিক অস্থিরতা ও ডলারের ধারাবাহিক পতনে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি উঠেছে। যা মূল্যবান ধাতুটির দামের ইতিহাসের সর্বোচ্চ।
রয়টার্স জানিয়েছে, আজ বিকাল ৫টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,৫১৩.০৯ ডলারে পৌঁছায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম ৫,৫৯৪.৮২ ডলার স্পর্শ করে, যা ধাতুটির দামে নতুন রেকর্ড। সর্বোচ্চ দাম দেখা গেছে রুপাতেও।
প্রতিবেদনে বলা হয়, টানা নয়টি সেশনে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি মাসেই ধাতুটির দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছে, যা বাজারে নজিরবিহীন উত্থান হিসেবে দেখা হচ্ছে।
স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। নিরাপদ বিনিয়োগের প্রবণতা বাড়ায় রুপার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার রুপার দাম প্রতি আউন্স ১২০ ডলারের সীমা অতিক্রম করে, যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার সংক্রান্ত উদ্বেগ এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা-সব মিলিয়ে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে স্বর্ণ ও রূপার মতো নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন।




Comments