সময় কখনো থেমে থাকে না। সময়ের প্রবহমান ধারায় ঘটে যাওয়া নানা ঘটনা ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয়। আজ শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম ও মৃত্যু:
ঘটনাবলি:
-
১৩২৮: ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-
১৫৫৬: চীনে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, যাতে বিপুল প্রাণহানি ঘটে।
-
১৮৫৭: দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
-
১৯০৮: রবার্ট ব্যাডেন পাওয়েল ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা করেন।
-
১৯৫০: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানটি ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়। একই দিনে ড. রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
-
১৯৬৯: তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান ঘটে। পুলিশের গুলিতে শহীদ হন কিশোর মতিউর রহমান।
-
১৯৭২: সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন ও টোঙ্গা।
-
১৯৮৪: অ্যাপল ইনকরপোরেট প্রথম ম্যাকিন্টশ কম্পিউটার বাজারজাত শুরু করে।
জন্ম:
-
১৮২৬: জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার।
-
১৮৭৭: পুলিনবিহারী দাস, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত বিপ্লবী।
-
১৮৮৮: নলিনীকান্ত ভট্টশালী, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা।
-
১৯৪২: ইউসেবিও, কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার।
-
১৯৪৭: মিচিও কাকু, প্রখ্যাত মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
-
১৯৮৭: লুইস সুয়ারেজ, উরুগুয়ের তারকা ফুটবলার।
মৃত্যু:
-
১৯৬৫: স্যার উইনস্টন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও নোবেলজয়ী লেখক।
-
১৯৬৬: হোমি জাহাঙ্গীর ভাভা, প্রখ্যাত ভারতীয় পরমাণু বিজ্ঞানী।
-
১৯৮৮: চার্লস গ্লিন কিং, ভিটামিন ‘সি’র আবিষ্কারক।
-
২০১৫: আরাফাত রহমান কোকো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র।
Comments