Image description

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা মানবসভ্যতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ—হোক তা আশীর্বাদ কিংবা অভিশাপ। কৌতূহলী মানুষ প্রতিনিয়ত জানতে চায় ইতিহাসের সেইসব অধ্যায়।

আজ সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত তালিকা।

ঘটনাবলি

  • ১৫০০: স্পেনীয় নাবিক ভিসেন্ট ইয়ানেজ পিনজোন প্রথম ইউরোপীয় হিসেবে ব্রাজিল আবিষ্কার করেন।

  • ১৫৩১: পর্তুগালের লিসবন শহরে এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়।

  • ১৫৬৫: বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে ঐতিহাসিক ‘তালিকোটার যুদ্ধ’ শুরু হয়। এই যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল।

  • ১৬৯৯: কার্লোউইজ সন্ধির মাধ্যমে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যকার দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে।

  • ১৭৮৮: ব্রিটিশ গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি শহর প্রতিষ্ঠা করেন। দিনটি বর্তমানে ‘অস্ট্রেলিয়া দিবস’ হিসেবে পালিত হয়।

  • ১৮৪১: হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।

  • ১৯১৮: ইউক্রেন প্রথমবারের মতো স্বাধীনতা ঘোষণা করে।

  • ১৯৩০: ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারিকে ‘পূর্ণ স্বরাজ’ বা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।

  • ১৯৫০: ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। একই দিনে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়।

  • ১৯৫২: ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন, "উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা"। এই ঘোষণা ভাষা আন্দোলনকে আরও তীব্র করে তোলে।

  • ১৯৬১: মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ড. জেনেট জি. ট্রাভেলকে হোয়াইট হাউসের প্রথম নারী চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।

  • ১৯৬৫: হিন্দি ভাষা ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়।

  • ১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।

  • ১৯৮২: বাংলাদেশের গাজীপুরের তালিবাবাদে দেশের দ্বিতীয় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।

  • ১৯৮৬: ইসরায়েল ও মিসরের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

  • ১৯৯১: সোমালিয়ার একনায়ক সাইদ বারি ক্ষমতাচ্যুত হন এবং আলি মাহাদি মোহাম্মাদ নতুন প্রেসিডেন্ট হন।

  • ২০০১: ভারতের গুজরাটে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।

  • ২০০৪: প্রেসিডেন্ট হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

জন্ম

  • ১৮৪৪: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য।

  • ১৮৫০: এডওয়ার্ড বেলামি, প্রখ্যাত মার্কিন লেখক ও সমাজতন্ত্রী।

  • ১৮৮৪: এডওয়ার্ড স্যাপির, প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী ও নৃবিজ্ঞানী।

  • ১৮৯০: গোপালদাস মজুমদার, বাংলা সাহিত্যের খ্যাতিমান প্রকাশক ও সিগনেট প্রেসের অন্যতম ব্যক্তিত্ব।

  • ১৯১১: পলিকার্প কুশ, নোবেলজয়ী জার্মান-মার্কিন পদার্থবিদ।

  • ১৯১৮: নিকোলাই চসেস্কু, রোমানিয়ার দীর্ঘকালীন কমিউনিস্ট নেতা।

  • ১৯৬৩: হোসে মরিনহো, প্রখ্যাত পর্তুগিজ ফুটবল কোচ ও সাবেক ফুটবলার।

মৃত্যু

  • ১৮২৩: এডওয়ার্ড জেনার, ব্রিটিশ চিকিৎসক ও গুটিবসন্তের টিকার আবিষ্কারক।

  • ১৯৬৯: শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বাঙালি ধর্মসংস্কারক এবং সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা।

  • ২০১৪: হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি, ঔপন্যাসিক ও অনুবাদক।

  • ২০১৫: আর কে লক্ষ্মণ (রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ), ভারতের প্রখ্যাত ব্যঙ্গশিল্পী ও কার্টুনিস্ট।

  • ২০১৬: সাহেবজাদা ইয়াকুব খান, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

  • ২০১৮: সুপ্রিয়া দেবী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী।

ইতিহাসের পাতায় প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো আপনার সাধারণ জ্ঞানকে সমৃদ্ধ করতে সাহায্য করবে।