
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় দেশটির পুলিশ যুবলীগ নেতা মিজানকে আটক করে। তবে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার যুবলীগ নেতা মিজান এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন। এই ঘটনার জেরে নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে। তবে আকস্মিকভাবেই কয়েক ঘণ্টার মধ্যে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, যা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
মিজানের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল বের করেন। এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনের মাধ্যমে মিজানের সঙ্গে কথা বলেন এবং তাকে ধন্যবাদ জানান। এই ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সারজিস আলমের তীব্র ক্ষোভ:
ঘটনার পর এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার সকাল ১০টা ৩১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন:
"আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সাথে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এই রকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটলোকি দেখতে পাবেন এটাই স্বাভাবিক।"
সারজিস আলম তার পোস্টে আরও মন্তব্য করেন, "আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।"
Comments