Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন। রাজধানীর লালবাগে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এই ঘটনা ঘটেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন গয়েশ্বর। সভায় বক্তব্য দেওয়ার পর মঞ্চ থেকে নামার সময় তিনি লক্ষ্য করেন তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। 

পরবর্তীতে খোঁজাখুঁজি করা হলেও ফোনটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর ফলে অনুষ্ঠানের মাইকে ঘোষণা করা হয়, যিনি ফোনটির সন্ধান দেবেন, তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।