
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল যদি ক্ষমতায় আসে, তাহলে জনগণকে নিজেদের দাবি আদায়ে আর রাজপথে নামতে হবে না। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত ৫০ বছরে পূর্ববর্তী সরকারগুলো তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়।
দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা শিক্ষাব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করেন, আর এ কারণেই দেশের শিক্ষা খাতের এই করুণ পরিস্থিতি। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন শিক্ষা দেবে না যা মানুষকে পিছিয়ে দেয় বা দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে। বরং এমন শিক্ষা দেওয়া হবে যা মানুষকে সত্যিকারের মানুষ বানায় এবং অন্যকে সম্মান করতে শেখায়।
তিনি আরো বলেন, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে। ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে, তা যদি সরকারের বিরুদ্ধেও যায়।
ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে, যাতে শিক্ষাজীবন শেষে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারে। কেউ বেকার থাকবে না; প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী। তিনি আরও জানান, শুধু ডিগ্রির ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ করা হবে না; কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে।
দুর্নীতিবিরোধী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুর্নীতির প্রবাহ বন্ধ করব। এটা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন। তবে যে সার্ভিসের গভীরতা ও দায়িত্ব যতটা, সেই অনুযায়ীই বেতন কাঠামো নির্ধারণ করা হবে।
Comments