চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যসহ প্রাথমিক স্কুলের নৈশপ্রহরী আটক

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে চুরির ৪টি মোটর সাইকেল উদ্ধার করেছে চিলমারীতে পুলিশ। এ সময় প্রাথমিক স্কুলের নৈশ প্রহরীসহ চোর চক্রের আরো ৪ জনকে আটক করা হয়।
শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোটর সাইকেল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, চিলমারী উপজেলার গাজীরপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে চিলমারী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. নুর হুদা (৪০), কড়াইবরিশাল এলাকার মো. জোব্বারের ছেলে আব্দুল হান্নান (৩০), মো. জাহাঙ্গীরের ছেলে মিলন মিয়া (২৮) ও সাবেক ইউপি সদস্য মো. জেলাক হোসেনের ছেলে মাদদু মিয়া(৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ সেপ্টম্বর) চিলমারী উপজেলার শান্তি নগর এলাকার মসজিদ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পরপরই মোটরসাইকেলের মালিক হাফেজ মো. আবু সিদ্দিক সিহান চিলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তদন্তে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশ চিলমারী ইউনিয়নের গাজীরপাড়া এলাকার বাসিন্দা স্কুলের নৈশপ্রহরী মো. নুর হুদার বাড়ি থেকে ২টি ও স্কুল থেকে ১টি, করাইবরিশাল এলাকার সাবেক ইউপি সদস্য জেলাক হোসেনের ছেলে মো. মাদদুর বাড়ী থেকে ১টিসহ মোট ৪টি মোটর সাইকেল উদ্ধার করে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্কুল থেকে চুরির মোটর সাইকেল উদ্ধার হওয়ার বিষয়ে জানতে চাইলে চিলমারী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম বলেন, গত বৃহষ্পতিবারের পর থেকে স্কুল বন্ধ রয়েছে। আগে আমি কখনো স্কুলে মোটর সাইকেল দেখিনি। চুরির সঙ্গে নৈশপ্রহরী জড়িত প্রমানিত হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Comments