Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণহত্যাকারী ও লুটেরাদের অবশ্যই প্রথমে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সড়কে কেন্দ্রীয় শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিনিধি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি এখনো নির্বাচনের জন্য কোনো প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেনি। অপরদিকে, জামায়াতে ইসলামী ইতোমধ্যে বিভিন্ন স্থানে তাদের প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে। তিনি পিআর-এর দাবিকে ‘হাস্যকর’ আখ্যায়িত করে বলেন, “এটি একটি সাংবিধানিক বিষয়। পিআর পদ্ধতি পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। পিআর না থাকলে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলা ঠিক হবে না। নির্বাচনের তারিখ ঘোষিত হলে তারা ঠিকই নির্বাচনে অংশ নেবে।” তিনি আরও জানান, বিএনপি তাদের ৩১ দফা দাবির ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে।

পূজামন্ডপ পরিদর্শনকালে শামসুজ্জামান দুদু সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ধর্মীয় উৎসব সবাই মিলে একসঙ্গে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।” এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রীতির দেশ গড়ার বার্তা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামাণিক, কার্যকরী সদস্য শওকত হায়াৎ শাহ, সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা, রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি ও পূজা উদযাপন কমিটির সদস্য সুমিত কুমার আগারওয়াল এবং রাজ কুমার পোদ্দার।

শামসুজ্জামান দুদু পূজামন্ডপের শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করে বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে, যা আমাদের সকলের জন্য আনন্দের বিষয়।” তিনি সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।