Image description

সাংবিধানিক সংস্কারে গণভোটকে ‌‘অপ্রয়োজনীয়’ মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, সাংবিধানিক বিষয় নিয়ে গণভোট শুধু অপ্রয়োজনীয় নয়, এর তেমন কোনো আইনগত গুরুত্বও নেই। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি, সেসব বিষয়ে জনমত যাচাইয়ের এখতিয়ার সরকারের নেই বলেও জানান তারা।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি আয়োজিত দলটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় নেতারা এসব কথা বলেন।

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যেসব বিষয়ে সবাই একমত, সেসব সংস্কার কাজ বহু আগে শুরু করা যেত। কিন্তু অজানা কারণে মতভিন্নতা থাকা সাংবিধানিক বিষয়াবলি নিয়েই সরকারের যত তোড়জোড়। 

তিনি বলেন, সাংবিধানিক বিষয়াবলি নিয়ে গণভোট শুধু অপ্রয়োজনীয় তাই নয়, এর তেমন কোনো আইনগত গুরুত্বও নেই। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি, সেসব বিষয়ে জনমত যাচাইয়ের এখতিয়ার সরকারের নেই। যথাসময়ে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন করা সরকারের দায়িত্ব। সাংবিধানিক বিষয়গুলো সুরাহার দায়িত্ব নির্বাচিত সংসদের।

সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে কমরেড মোহাম্মদ ফরহাদ তাঁর গোটা জীবন ব্যয় করেছেন। তাঁর দেখানো সেই সংগ্রামের পথ ধরেই সিপিবি অগ্রসর হচ্ছে।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আজ মুক্তিযুদ্ধ ও সংবিধানের মূলভিত্তিকেও আক্রমণ করা হচ্ছে। এই সময় কমরেড ফরহাদ আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা।

সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদারের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ প্রমুখ।