
ত্রয়োদশ মিনিটে বক্সের একটু বাইরে ফ্রি কিক পেল বাংলাদেশ। অসাধারণ নৈপুণ্য দেখালেন হামজা চৌধুরী। তার ডান পায়ের বাঁকানো ফ্রি কিকে বল জড়াল জালে। এগিয়ে যাওয়ার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠল গ্যালারি।
এরপর উল্টোরথে বাংলাদেশ! প্রথম ভুল বিরতির আগ মুহূর্তে, দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধের শুরুতে। তাতে সম্ভাবনার যে প্রদ্বীপ জ্বলেছিল, তা নিভে যাওয়ার উপক্রমণ হলো। কিন্তু নাটকীয়তার তখনও বাকি। শেষ দিকে নানা বাঁক পেরিয়ে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে হেরেই গেল বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে অধরা জয়ের গল্প লেখা হলো না এবারও।
হংকংয়ের বিপক্ষে ১৯ বছর আগে সবশেষ ম্যাচে এশিয়ান কাপের বাছাইয়েই গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। প্রায় দুই দশক পরের মুখোমুখি লড়াইয়ে একাধিক গোল পেলেও জিততে পারল না হাভিয়ের কাবরেরার দল।
চলতি বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরুর পর সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল দল। এ নিয়ে তারা বাছাইয়ে পেল টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ।
Comments