
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকেই একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ১৯৭১ এ স্বাধীন হয়েছিলাম বলে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। সমস্ত ষড়যন্ত্র পরাজিত করার শক্তি দেশের জনগণের আছে।’
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।
পিআর পদ্ধতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন বিলম্বিত করতে কয়েকটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে। পিআর দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করে না। জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। পরীক্ষিত দলকেই জনগণ বেছে নেবে।’
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি প্রথম দিকে তত্ত্বাবধায়ক সরকার না চাইলেও সকলের চাওয়ায় এক রাতে সে বিল পাশ করেছিল। তারপরও অনেকে বিএনপিকে দোষারোপ করে।’
Comments