Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি প্রতিনিধি দল আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ডেপুটি চিফ বাইবা জারিনার আমন্ত্রণে ঢাকাস্থ ইইউ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশগ্রহণ করে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা।

দলে আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে নারীর দক্ষতা উন্নয়ন এবং দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় নারীর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

উভয় পক্ষই নারী সমাজের অগ্রগতি ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।