Image description

আগামী নভেম্বর মাসে গণভোটের দাবিকে "মামার বাড়ির আবদারের মতো" বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, একই খরচে যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করা যায়, তাহলে আলাদা করে বাড়তি ব্যয় করার প্রয়োজন নেই। তিনি আরও যোগ করেন যে গণভোটের বিষয়গুলো আরও নির্দিষ্ট করা দরকার এবং কোন কোন বিষয়ে পরিবর্তন ও সংস্কার আনা হবে, তা পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত।

জনগণ সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে ঘিরে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে এবং এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি আরও সতর্ক করেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে জয় পেলে জাতীয় নির্বাচনেও জয় নিশ্চিত, এমনটা ভাবা ভুল এবং এর কোনো যৌক্তিক ভিত্তি নেই।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, "আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তবে অপরাধীদের বিচার হতে হবে।"

এছাড়াও, রিজভী যেকোনো উসকানিতে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন এবং ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।