Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, তাদের দল ভুল পথে গেলে সঠিক পথ দেখানোর দায়িত্ব ছাত্রদের। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে এক সভায় এ কথা বলেন তিনি।

রাজধানীর এলিফ্যান্ট রোডে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তাতে এই মন্তব্য করেন আখতার। 

সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে উল্লেখ করে এ সময় এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তারা সংঘবদ্ধ প্রতারক চক্র, তাদের পুনর্বাসিত হওয়ার আর সুযোগ নেই।’
  
আখতার বলেন, ‘ক্যাম্পাসগুলোতে গণরুম-গেস্টরুম কালচারের বিরুদ্ধে কাজ করতে হবে। আর কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন রাজনৈতিক দলের তাবেদারি করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশের জন্য মানুষ জীবন দিয়েছে, গ্রহনযোগ্য নির্বাচন আয়োজন করে দায় শোধ করতে হবে সরকারের।’

এনসিপি নেতা বলেন, ‘অনেক বড় দল ঐকমত্য কমিশনের আলোচনায় সব বিষয়ে একমত হতে চায়নি। যুক্তি তর্কের মাধ্যমে মূল প্রস্তাবগুলোতেও একমত হওয়া যায়নি।’

এনসিপি সদস্যসচিব আখতার হোসেন আরও বলেন, ‘জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দিতে চায় না সনদের খসড়া মানুষের কাছে পরিষ্কার করতে হবে। বড় একটি দলের প্রভাবে আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ ঘোষণা করেছে সরকার। একবার স্বাক্ষর হয়ে গেলে ৯০ এর মতো প্রতারণা করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন কোনো ভাগ-বাটোয়ারার বিষয় নয়।