Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বগুড়া-৭ (গাবতলি-শাজাহানপুর ) আসনে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমন খবরে বগুড়ার নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আসতে থাকে। প্রায় কয়েকশো নেতাকর্মী মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা সহ বিভিন্নপর্যায়ে নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ ও বগুড়া-৭ এ দুটি আসন বিএনপি পরিবারের সদস্যদের আসন। অতীতেও এই দুটি আসন থেকে বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করেছে বগুড়ার মানুষ। এবারও বিপুল ভোটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করবেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বগুড়া বাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এ সময় তিনি জানান, বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।