ফাইল ছবি
"এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না" বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের বিচার করবেন আদালত, আমরা আইন হাতে তুলে নেব না।’
গত রবিবার (২ নভেম্বর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ার দলীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কলাপাড়ায় আওয়ামী লীগ করে এমন অনেক লোক আছে না? তো আওয়ামী লীগের সবাই কি অন্যায় করছে? সবাই কি মানুষের ওপর নির্যাতন করছে? সবাই কি মানুষের ধন-সম্পদ লুট করছে? অনেক ভালো লোক কলাপাড়া আছে না? আমি যদি বিএনপি করে ১৫ বছর কলাপাড়া থাকতে পারি, তো উনাদেরও রাইট (অধিকার) আছে না কলাপাড়া থাকার?’
তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে অনেকে পালিয়েছে এবং তাদের বিচার করবেন আদালত। আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না। আমার পাশের বাড়ির লোক হিসেবে, আমার বন্ধু হিসেবে, আমার আত্মীয় হিসেবে, আমার কলাপাড়াবাসী হিসেবে আপনারা যে যা পারেন তাদের সহায়তা করেন। কারণ, বিপদের সময় মানুষের সহায়তা করা, পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ঈমানের লক্ষণ।’
কারণ তারা কলাপাড়ার মানুষ, একটা আদর্শ বিশ্বাস করলে যদি মার খায়, কাল আমরা আবার ক্ষমতার বাইরে গেলে আমরাও তো মার খাব, এই কলাপাড়ায় আমরা তা চাই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, চরমোনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আর লক্ষ্য একটাই কলাপাড়ার উন্নয়ন করা, লক্ষ্য একটাই কলাপাড়াকে ভালো রাখা, লক্ষ্য একটাই যাতে আমরা মিলে-মিশে একসঙ্গে কাজ করতে পারি।’
                



               
Comments