Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এখতিয়ার নেই। সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত। আজ শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনিস্টিউটে ছাত্রদলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার নিজেরা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার সময় চাপিয়ে দেওয়া হঠকারীতা। জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত।’

জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একমত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যেকোনো আলোচনার জন্য বিএনপি প্রস্তুত, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ঋণ করে কেউ ঘি খেতে চাইলে খাক, তবে রাজনীতির মাঠকে আর অগণতান্ত্রিক পদ্ধতিতে উত্তপ্ত হতে দেবে না বিএনপি।’