Image description

দেশের রাজনৈতিক বলয়ে নতুন কোনো রাজনৈতিক দল আসুক তা বড় দলগুলো চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় যুব শক্তির আয়োজনে ‘নারীর কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘জনগণকে রাজনৈতিক গোলকধাঁধাঁর মধ্যে আটকে রাখা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পুরোনো রাজনৈতিক দলগুলোর বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নেই, তাই মৌলিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে।’

তরুণদের উপেক্ষা করা হচ্ছে উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘তরুণদের রক্তের ওপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। রাজপথে বুক পেতে দেওয়া তরুণদের উপেক্ষা করা হচ্ছে।’

জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে নতুন করে গণঅভ্যুত্থানের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না বলেও জানান সামান্তা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বাধা দেওয়া হলে তরুণ সমাজ তা মেনে নেবে না।’