সংস্কারের পক্ষের দলগুলো জোট করতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।
জোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে-সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সঙ্গে আসতে চায়, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, চব্বিশে যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপির কোনো জোট, কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়।’
‘নির্বাচনী অ্যালায়েন্স, ইলেকটোরাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সব সময় ছাড় দিয়ে এসেছি, আমরা সংস্কারের পক্ষে সব সময় ছাড় দিয়ে এসেছি, জাতীয় ঐকমত্যের প্রশ্নে আমরা সব সময় ছাড় দিয়ে আসছি। জাতীয় ঐকমত্যের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায়, তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে আমরা তাদের স্বাগত জানাবো,’ বলেন তিনি।
আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন, 'প্রথমত, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আমাদের সামনে ভাবতে হবে।'




Comments