Image description

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) সকালে ভুটানের প্রধানমন্ত্রীর অবস্থানরত হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ওইদিন বিকেলেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাত ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়।