Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিরোধী দল মানেই রাষ্ট্রের শত্রু নয়। বরং দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও সরকার পরিচালনার জন্য একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল থাকা জরুরি।

সোমবার রাজধানীর উত্তরায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফ্লাই স্কুল ও ঢাকা-১৮ আসন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় আলোচ্য বিষয় ছিল রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা এবং তারুণ্যের ভাবনা।

নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বিভিন্ন মহলের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে আগামী নির্বাচন নিয়ে জনমনে সংশয় দানা বাঁধছে। তিনি বলেন, দায়িত্বশীল আচরণের অভাব এবং অসংলগ্ন কথাবার্তা এই পরিস্থিতির সৃষ্টি করছে।

এছাড়া, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, যারা একসময় দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের কোনো পরামর্শ বা বক্তব্য শোনার প্রয়োজন নেই।