সারোয়ার তুষারের পর এবার হান্নান মাসউদকে নিয়ে বোমা ফাটালেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা নীলা ইসরাফিল। ২৪-এর অভ্যুত্থানের পর হান্নান মাসউদের হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় নীলা বলেন, “হান্নান মাসউদ দাবি করেন তিনি শিক্ষকতা করে মাসে ৭০-৮০ হাজার টাকা পান। অথচ তিনি থাকেন গুলশানের আলিশান বাড়িতে, চড়েন বিলাসবহুল গাড়িতে। আগে যিনি বেড়ার ঘরে থাকতেন, হঠাৎ করে তিনি এত সম্পদের মালিক হলেন কীভাবে?”
ভিডিওতে নীলার উল্লেখযোগ্য অভিযোগগুলো-
১. সম্পদের উৎস জানতে চাইলে হান্নান মাসউদ ইংরেজিতে ‘সিকিউরিটি কনসার্ন’ বলে এড়িয়ে যান।
২. কোনো প্রশাসনিক পদে না থেকেও তিনি থানা থেকে আসামি ছাড়িয়ে আনেন।
৩. অদৃশ্য কোনো স্বার্থে কেউ তাকে টাকা দিচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান।
নীলা ইসরাফিল বলেন, “জনগণ প্রশ্ন করতে বাধ্য। কারণ কেউ এমনি এমনি কাউকে টাকা দেয় না, বিনিময়ে কিছু দিতে হয়। তারা দেশের কী ক্ষতি করছে, সেটা আমাদের জানতে হবে।”




Comments