আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ৭ দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচির কথা জানান।
এর আগে শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রিজভী বলেন, সাবেক স্বৈরশাসক এরশাদ ও সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, “তারা প্রকাশ্যে বিরোধ দেখালেও চূড়ান্ত মুহূর্তে এক হয়ে গণতন্ত্র হত্যা করেছেন। এরশাদ ব্যাংক লুট শুরু করেছিলেন, আর হাসিনা তা চূড়ান্ত রূপ দিয়েছিলেন।”
শেখ হাসিনার সাজার বিষয়ে রিজভী মন্তব্য করেন, “পাপ বাপকেও ছাড়ে না। নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকার আদালতে কোনো হস্তক্ষেপ করছে না।”




Comments