বিএনপি সংস্কারের বিপক্ষে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোয় সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের মুক্তি উপলক্ষে শোকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের ফসল সমানভাবে ঘরে তুলছে বিএনপি ও জামায়াত। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। একটি দল প্রকাশ্যে করছে, একটি গোপনে। এবারের ভোট দেশ পরিবর্তনের ভোট। বিএনপি সংস্কারের বিপক্ষে।’
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘খালেদা জিয়ার পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দায়ী। সরকারের কাছে প্রশ্ন, জাতীয় পার্টির লোকজন এখনো জেলের ভেতর নয় কেন? গণতন্ত্রকে বাঁচাতে জিয়া ও খালেদার দেখানো পথে হাঁটুন। ভারত ও জাতীয় পার্টির প্রেসক্রিপশনে চলা বন্ধ করুন।’




Comments