Image description

বিএনপি সংস্কারের বিপক্ষে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোয় সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের মুক্তি উপলক্ষে শোকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের ফসল সমানভাবে ঘরে তুলছে বিএনপি ও জামায়াত। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। একটি দল প্রকাশ্যে করছে, একটি গোপনে। এবারের ভোট দেশ পরিবর্তনের ভোট। বিএনপি সংস্কারের বিপক্ষে।’

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘খালেদা জিয়ার পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দায়ী। সরকারের কাছে প্রশ্ন, জাতীয় পার্টির লোকজন এখনো জেলের ভেতর নয় কেন? গণতন্ত্রকে বাঁচাতে জিয়া ও খালেদার দেখানো পথে হাঁটুন। ভারত ও জাতীয় পার্টির প্রেসক্রিপশনে চলা বন্ধ করুন।’