Image description

ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে সংসদে কয়েকটি আসনের লোভ দেখিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সমাজে একটি ফুল নয়, শত ফুল ফোটাতে চাই। কিন্তু ছোট দলগুলোকে সিটের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন যখন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে যাচ্ছে, ঠিক তখনই একটি দল আদালতের মাধ্যমে ইসির ওপর চাপ সৃষ্টি করছে, যা ইসির ঘাড়ে বন্দুক রাখার শামিল।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ জনগণ সমর্থন করে কি না—এমন প্রশ্নে হ্যাঁ/না ভোটের ব্যবস্থা থাকা উচিত। আর এই প্রচারে শুধু মন্ত্রণালয় নয়, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’