Image description

নবগঠিত রাজশাহী জেলা কমিটিতে ‘স্বৈরাচারের দোসরদের’ পুনর্বাসনের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্য। একইসঙ্গে তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন।

বুধবার এই পাঁচ সদস্য কেন্দ্রে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারী সদস্যরা হলেন—আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। তারা সবাই গত ২৯ নভেম্বর ঘোষিত এনসিপি রাজশাহী জেলা কমিটির সদস্য ছিলেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ‘কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম রাজশাহী জেলা কমিটি ঘোষণা করেন। কিন্তু দুঃখজনকভাবে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধাদের অবমূল্যায়ন করে স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। জুলাইয়ের শহীদের রক্তের সঙ্গে এই বেইমানি রাজশাহীর মাটিতে মেনে নেওয়া হবে না।’ এছাড়া সদস্য সচিব পদে অপরিচিত একজনকে বসানোর অভিযোগও করেন তারা।

পদত্যাগকারী সদস্য আজিজুল ইসলাম বলেন, ‘আমরা আওয়ামী লীগ তাড়াতে রাজপথে লড়াই করেছি, আর এখন তাদের দোসরদেরই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তাই আমরা এই কমিটি বিলুপ্তির দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করে রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘কমিটিকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে।’