Image description

পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেসরকারি খাতে বিক্রি করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন, আসছে ২৩ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং এটি দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে পাওয়া ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবেই এই বেসরকারিকরণের উদ্যোগ, যা প্রায় ২০ বছর পর পাকিস্তানের সবচেয়ে বড় বিক্রয় প্রক্রিয়া হতে যাচ্ছে।

নিলামে অংশগ্রহণের জন্য চারটি কোম্পানিকে প্রাথমিকভাবে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

পিটিভি নিউজ–এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পিআইএ বেসরকারিকরণ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে এবং আধুনিক মানে রূপান্তর করতে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে এগোচ্ছে।

শাহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই পিআইএ তাদের ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের ঐতিহ্য আবার ফিরে পাবে। তিনি আরও বলেন, পিআইএ–এর বেসরকারিকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ বছরের সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটি জানায়, নভেম্বরের মধ্যেই পিআইএ কর্পোরেশন লিমিটেড বেসরকারিকরণ হতে পারে। এরপর ২০ নভেম্বর প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন করার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে কাজ এগোয়নি। গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারিকরণ–সংক্রান্ত কমিটি বিডিং প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য স্পষ্ট সময়সীমা চেয়েছে।