Image description

নাটোর-৩ (সিংড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন (ধানের শীষ) পেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রীর আপন চাচা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, যার মধ্যে আনোয়ারুল ইসলাম আনুর নাম রয়েছে।

তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রীর আত্মীয়কে মনোনয়ন দেওয়ায় সিংড়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় বিএনপির একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, গত ১৭ বছর দল যখন বিরোধী দলে ছিল এবং নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, তখন আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে একটি মামলাও হয়নি। তিনি জেলও খাটেননি।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রভাবে তিনি এতদিন নিরাপদে ছিলেন এবং সুবিধাভোগী হিসেবে সময় পার করেছেন। দলের দুর্দিনে যার কোনো অবদান নেই, তাকে ধানের শীষের প্রার্থী করায় তৃণমূল হতাশ।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ‘সিংড়ায় আনুকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলের হাইকমান্ড। তারা যাকে যোগ্য মনে করেছেন, তাকেই মনোনয়ন দিয়েছেন। ব্যক্তিগত পরিচয়ে কে কার আত্মীয়, সেটি বিবেচ্য বিষয় নয়। জেলা বিএনপি দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবে।