১৯৯৫ থেকে ২০২৫—মাঝখানে কেটে গেছে দীর্ঘ তিনটি দশক। তবুও ফিকে হয়নি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) সেই চিরায়ত প্রেমের রং। সেই ইতিহাসকে স্থায়ী স্বীকৃতি দিতে এবার লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে বসানো হলো শাহরুখ-কাজল জুটির ব্রোঞ্জ মূর্তি। সিনেমার জনপ্রিয় গান ‘ডোলি সাজাকে রাখনা’র আইকনিক পোজে তৈরি এই মূর্তি উন্মোচনে উপস্থিত ছিলেন খোদ শাহরুখ খান ও কাজল।
লেস্টার স্কয়ারে এর আগে হ্যারি পটার, মেরি পপিন্স কিংবা ব্যাটম্যানের মতো বিশ্বখ্যাত চরিত্রের মূর্তি স্থান পেলেও, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটিই প্রথম কোনো ঘটনা। আন্তর্জাতিক আঙিনায় ‘ডিডিএলজে’-এর এই অর্জন বলিউডের জন্য এক নজিরবিহীন মুহূর্ত।
লন্ডনের ইলশেগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রিয় তারকাদের একনজর দেখতে এদিন স্কয়ারে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। কালো স্যুট ও সানগ্লাসে শাহরুখ এবং শাড়িতে লাস্যময়ী কাজল—মূর্তি উন্মোচনের সময় দুজন যেন ৩০ বছর আগের সেই স্মৃতিকেই ফিরিয়ে আনলেন। মূর্তির পাশে দাঁড়িয়ে সেই চেনা পোজে ছবিও তোলেন এই জাদুকরী জুটি।
অনুষ্ঠানে আবেগাপ্লুত শাহরুখ খান বলেন, “আমরা শুধুই একটা নিষ্পাপ প্রেমের গল্প বলতে চেয়েছিলাম, যা সব বাধা পেরিয়ে পৃথিবীকে বদলে দিতে পারে। আজ ৩০ বছর পরও সিনেমাটি মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে যাচ্ছে দেখে আমি অভিভূত।”
অন্যদিকে কাজল বলেন, “এত বছর পরও ডিডিএলজে যে ভালোবাসা পাচ্ছে, তা অবিশ্বাস্য। লন্ডনে এই মূর্তি উন্মোচন দেখে মনে হচ্ছে, আমাদের ইতিহাসের একটি অংশ যেন নতুন করে জীবন্ত হলো—এমন এক গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে।”
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়া আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমাটি ভারতীয় রোমান্টিক সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছিল। লেস্টার স্কয়ারের এই মূর্তি প্রমাণ করল, রাজ আর সিমরানের প্রেমকাহিনি সীমানা ও সময়—দুটোকেই জয় করে নিয়েছে।




Comments