জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ আইনি লড়াই শেষে নিবন্ধন ফিরে পাওয়ার পাশাপাশি দলটির প্রতীকেও পরিবর্তন এসেছে। পুরনো প্রতীক ‘হুক্কা’ বাদ দিয়ে জাগপাকে ‘চশমা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে দলটি তাদের নিবন্ধিত নামের সঙ্গে ‘জাগপা’ শব্দটি সংযোজন এবং প্রতীক পরিবর্তনের আবেদন করে। কমিশন সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে দলটির নিবন্ধিত নাম এখন ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক নির্ধারিত হয়েছে ‘চশমা’।
২০০৮ সালে ইসি থেকে প্রথমবারের মতো নিবন্ধন পায় জাগপা। তবে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ২০২১ সালের ২৮ জানুয়ারি তৎকালীন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান। সেই রিটের শুনানি শেষে চলতি বছরের মার্চে আদালত দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের সেই আদেশের আলোকেই নির্বাচন কমিশন মঙ্গলবার জাগপার নিবন্ধন পুনর্বহাল করে গেজেট প্রকাশ করল।




Comments