Image description

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির জীবন সংকটাপন্ন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোমায় রয়েছেন। তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার দুপুরে হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসনাত আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে রাখো।’

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি বর্তমানে কোমায় রয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। নির্বাচনী প্রচারণার মধ্যে এমন হামলায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।