গণতন্ত্রের পথের যাত্রায় সকল ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি: ব্যারিষ্টার পুতুল
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ৫ আগস্ট এর পরে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা দেশে যাতে নির্বাচন হতে না পারে সেই ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচার সরকারের সময়ে যে কোন ঘটনা ঘটিয়ে যেমন বিএনপির উপর দায় চাপাত ঠিক একইভাবে একই কায়দায় এখন যা ঘটছে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই বাংলাদেশ মানেই কিন্তু বিএনপি। আর বাংলাদেশ রুখে দাঁড়ালে কেউ পালানোর জায়গা পাবেন না। সকল ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপি এগিয়ে যাবে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদ এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ উপর হামলাকারীদের শাস্তির দাবিতে লালপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে লালপুর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি কোন ষড়যন্ত্রকে বাধা মনে করে না। ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে। এই গণতন্ত্রের যাত্রার পথে যারা বাধা হয়ে আসবেন তাদের কিন্তু বাংলাদেশের মাটিতে জবাব দিতে হবে।
পুতুল বলেন, গতকালকে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলির ঘটনা অত্যন্ত দুঃখজনক। হাদি ছিল জুলাইয়ের অন্যতম যোদ্ধা। তার উপর হামলা মানে জুলাইয়ের উপর হামলা। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।




Comments